WB Civic Police Volunteer Recruitment 2021 8th pass online application

 WB Civic Police Volunteer Recruitment 2021 8th pass online application


            
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যে আবার নিয়োগ হতে চলেছে সিভিক পুলিশ ভলেন্টিয়ার 2021 । কবে থেকে আবেদন করতে পারবে কোথায় ফর্মফিলাপ করতে পারবে সব জেনে নিন ।

সিভিক ভলেন্টিয়ার পদে প্রত্যেকটি জেলা থেকে নিয়োগ হবে । কতো পদে নিয়োগ হবে দেখুন ।

কোন কোন জেলাতে নিয়োগ হবে দেখে নিন -
1- জলপাইগুরি 
2- দার্জিলিং
3- মালদা
4- বর্ধমান
5- পুরুলিয়া
6- বাঁকুড়া
7- বীরভূম
6- দুই মেদিনীপুর
7- দুই ২৪ পরগণা

রাজ্যের পুলিশ বিভাগ থেকে নিয়োগ করা হবে সিভিক পুলিশ ভলেন্টিয়ার ।

যোগ্যতা - রাজ্যের সিভিক পুলিশ বিভাগে আবেদন করার জন্য সব আবেদন কারীকে মাধ্যমিক পাস হতে হবে ।

বয়সসীমা - যেসব আবেদন কারী রা আবেদন করতে চান তাদের বয়সসীমা ১৮ বছরের উপরে হতে হবে ।

নিয়োগের পদ্ধতি - প্রত্যেকটি আবেদনকারীকে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে ।

বেতন - প্রত্যেক সিভিকদের কে ৮০০০ বেতন দেওয়া হবে ।

আবেদন কিভাবে করবে - আবেদন করার জন্য রাজ্য পুলিশের তরফ থেকে অফলাইনে আবেদন করার জন্য আবেদন করার ফর্ম ডাউনলোড করতে হবে তারপর ফিলাপ করে নিজের অন্তরর্গত পুলিশ স্টেশনে জমা দিতে হবে ।

আবেদন করার তারিখ
আবেদন করার জন্য খুব শিঘ্রই অনলাইনে ফর্ম পাওয়া যাবে ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ