WB Civic Police Volunteer Recruitment 2021 8th pass online application
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যে আবার নিয়োগ হতে চলেছে সিভিক পুলিশ ভলেন্টিয়ার 2021 । কবে থেকে আবেদন করতে পারবে কোথায় ফর্মফিলাপ করতে পারবে সব জেনে নিন ।
সিভিক ভলেন্টিয়ার পদে প্রত্যেকটি জেলা থেকে নিয়োগ হবে । কতো পদে নিয়োগ হবে দেখুন ।
কোন কোন জেলাতে নিয়োগ হবে দেখে নিন -
1- জলপাইগুরি
2- দার্জিলিং
3- মালদা
4- বর্ধমান
5- পুরুলিয়া
6- বাঁকুড়া
7- বীরভূম
6- দুই মেদিনীপুর
7- দুই ২৪ পরগণা
রাজ্যের পুলিশ বিভাগ থেকে নিয়োগ করা হবে সিভিক পুলিশ ভলেন্টিয়ার ।
যোগ্যতা - রাজ্যের সিভিক পুলিশ বিভাগে আবেদন করার জন্য সব আবেদন কারীকে মাধ্যমিক পাস হতে হবে ।
বয়সসীমা - যেসব আবেদন কারী রা আবেদন করতে চান তাদের বয়সসীমা ১৮ বছরের উপরে হতে হবে ।
নিয়োগের পদ্ধতি - প্রত্যেকটি আবেদনকারীকে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে ।
বেতন - প্রত্যেক সিভিকদের কে ৮০০০ বেতন দেওয়া হবে ।
আবেদন কিভাবে করবে - আবেদন করার জন্য রাজ্য পুলিশের তরফ থেকে অফলাইনে আবেদন করার জন্য আবেদন করার ফর্ম ডাউনলোড করতে হবে তারপর ফিলাপ করে নিজের অন্তরর্গত পুলিশ স্টেশনে জমা দিতে হবে ।
আবেদন করার তারিখ -
আবেদন করার জন্য খুব শিঘ্রই অনলাইনে ফর্ম পাওয়া যাবে ।
0 মন্তব্যসমূহ