রাজ্যে স্বাস্থ্য বিভাগে নতুন ভাবে কর্মী নিয়োগ, সমস্ত জেলা থেকে এই পদে আবেদন করতে পারবে ।পুরোষ ও মহিলা সবাই এই পদে আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে হবে সমস্ত টা নিচে আলোচনা করা হলো -
পদের নাম -
1. Block Data Manager
2. Staff Nurse
3. Group d post
শিক্ষাগতা যোগ্যতা -
চাকরিপ্রার্থী যারা এই পদে আবেদন করতে চান উচ্চমাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে । কোন রকম কাজের অভিজ্ঞতা লাগবে না ।
বয়সসীমা -
চকরিপ্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩৮ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ।
নিয়োগ প্রক্রিয়া -
কোন রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ হবে ।
আবেদনের জন্য ডকুমেন্ট -
১। শিক্ষাগতা যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ।
২| বয়সের প্রমানপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট বা বার্থ সার্টিফিকেট ।
৩| কাস্ট সার্টিফিকেট ।
৪| ভোটার কার্ড ।
৫|আধার কার্ড ।
৬| কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টফিকেট ।
আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।
3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।
আবেদনের ফিস -
Gen/OBC - 100/
SC/ST - NILL
অফিসিয়াল নোটিশ -
0 মন্তব্যসমূহ